শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করল ফেসবুক

আমেরিকার নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক। আলজাজিরার খবর।

ফেসবুক জানায়, ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল ট্রাম্প সমর্থকদের দ্রুত ক্রমবর্ধমান একটি গ্রুপ। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা।

এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘গ্রুপটির কিছু সদস্যের থেকে সহিংসতা আহ্বানগুলো আমরা দেখেছি, যা উদ্বেগজনক।’

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গোনাগুনির উত্তেজনা পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিল সামাজিক মাধ্যমটি।

গ্রুপটির নাম ‘স্টপ দ্য স্টিল’ বলে জানা গেছে। ভোটের মর্যাদা রক্ষার্থে ট্রাম্প সমর্থকেরা ফেসবুকে এ গ্রুপটি খুলে। একদিনে গ্রুপটির তিন লাখ ৬৫ হাজারের বেশি ছাড়িয়ে যায়।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন জয়ের দ্বারপ্রান্তে চলে গেছেন। তবে ট্রাম্পের দাবি, নির্বাচনে জালিয়াতি হয়েছে। তাকে হারানোর চেষ্টায় অবৈধ ভোট গণনা করা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img