শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসলাম নিয়ে অবমাননা করায় যুবতী গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম নিয়ে অবমাননা করায় ইসরাত জাহান রেইলি নামের এক ধর্মবিদ্বেষী নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব অভিযান চালিয়ে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া রেইলি নিজ নামে ০৭ টি ফেইসবুক আইডি, ০২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছিল। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছে। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এমন উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img