শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করল ট্রাম্পের ছেলে

বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচনের মধ্যে ভারতের ম্যাপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক টুইটে তিনি বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেন তাতে কাশ্মীরকে ভারতের বাইরে পাকিস্তানের অংশ হিসেবে দেখা গেছে। এরপরেই বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে।

এমন সময় মানচিত্রটি প্রকাশ করা হয়েছে, যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ওই টুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটেই কাশ্মীর লাল রংয়ের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে।

শুধু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। এর আগে বহুবার ভারতের পাশে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার জুনিয়র ট্রাম্পকে ভিন্ন অবস্থানে গেল।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও ডব্লিউআইওএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img