বৃহস্পতিবার, মে ২, ২০২৪

ট্রাম্প বললেন, বৈধ ভোট গুনলে আমিই জয়ী হব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ভোটের পর দিন হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প বলেছেন, আমি প্রতারিত হয়েছি। পোস্টাল ব্যালটে ব্যাপক কারচুপি হয়েছে। ডেমোক্র্যাটরা কারচুপি করেছেন। শুধু বৈধ ভোটের গণনা হলে আমি জয়ী। পোস্টাল ব্যালটকে তিনি গুনতে নারাজ।

নির্বাচনে হারলে যে ফল মানবেন না, সেটি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রচার চলার সময়েও বারবার বলেছেন, ফল বিপক্ষে গেলে তিনি হার মানবেন না। সুপ্রিমকোর্টে যাবেন।

আইনি লড়াই লড়বেন। হোয়াইট হাউসের দখল ছাড়বেন না। তখন থেকেই তিনি বলে যাচ্ছেন, পোস্টাল ব্যালটে ব্যাপক কারচুপি হয়েছে। ভোটগ্রহণের পর ট্রাম্প সেই পথেই হেঁটেছেন। ভোট গণনা বন্ধে মামলা করেছেন। মিশিগানে করা মামলা খারিজও হয়ে গেছে।

করোনাভাইরাসের কারণে এবার মার্কিন নির্বাচনে বহু ভোটার বুথে গিয়ে ভোট দেননি। পোস্টাল ব্যালটের মাধ্যমেই রায় জানিয়েছেন।

এখন পর্যন্ত ৪৫ রাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। সেগুলোতে ইলেকটোরাল ভোটে বাইডেন ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। নেভাদা, জর্জিয়া, আলাস্কা, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় ভোট গণনা চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img