মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

মুফতীয়ে আযমের ইন্তেকালে হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শোক

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী।
একই সাথে মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মুফতীযে আযম আব্দুস সালাম চাটগামী রহ. এর ইন্তেকালে আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি হলো। তিনি ছিলেন একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদীন। উপমহাদেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। তার হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তিনি শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানেরও প্রধান মুফতী ছিলেন। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মহান বুজুর্গ এবং ইলেমদার আলেমেদীনকে হারালো। যার অভাব কোনদিন পুরন হবে না।

হেফাজত আমীর বলেন, এ জাতীর জন্য একজন মুফতী আব্দুস সালাম ছিলেন মহান রত্নতূল্য। তিনি উপমহাদেশের শীর্ষ স্থানীয় একজন মুফতী ও বিজ্ঞ আলেমেদ্বীন। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি ইসলামী আইন গবেষণা এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি তার ইলমের গভীরতা, পাণ্ডিত্য এবং সম্মোহনী ব্যক্তিত্বের কারণে দেশের পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে সুপরিচিত। জাতির এই দুঃসময়ে আমৃত্যু সত্যের ওপর অবিচল থাকা এই মহান পথপ্রদর্শককে হারিয়ে জাতীয় অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমি মহান রব্বুল আলামীনের দরকারের মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তার পরিবার পরিজনকে শব্দ জামিল দান করুন। এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী ও তাওহীদি জনতাকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দুআর আবেদন করছি। মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চু মাকাম দান করুন। আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img