শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে শাহবাজ সরকার: ইমরান খান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে শাহবাজ সরকার। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান।

রোববার (২৯ মে) খাইবার পাখতুনখোওয়ার চরসাদ্দায় দলীয় কর্মীদের সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইহুদিবাদী ইসরাইলী প্রেসিডেন্ট আইজ্যাক হারজগে ওই বিবৃতিতে তিনি স্বীকার করেন যে, পাকিস্তান-আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছিল তার।

তাদের এ বৈঠকের বিষয়টি আশ্চর্যজনক বলে উল্লেখ করে ইমরান খান বলেন, এই সরকার কাশ্মীরের জনগণকে বিক্রি করার জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করবে এবং এটিকে শীর্ষে রাখতে, তারা ইসরাইলকেও স্বীকৃতি দেবে।

ইমরান খান বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে বর্তমান জোট সরকারের নেতারা আমেরিকার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। পাকিস্তানের জনগণ এই আমদানি করা সরকার মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img