শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দায়েশ সংশ্লিষ্টতার প্রমান পাওয়ায় তুরস্কে ১৮ জন গ্রেপ্তার

দায়েশ এর সদস্যপদ গ্রহণ ও তুরস্কে বড় আকারের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার প্রমাণ পাওয়ায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (২ নভেম্বর) তুরস্ক ব্যাপক অভিযান চালিয়ে সন্দেহভাজন এসব দায়েশ সদস্যকে আটক করে।

তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল, ব্যাটম্যান, সানলিউরফার দক্ষিণ-পূর্ব প্রদেশ এবং দক্ষিণ আদানা প্রদেশে মোট ২১ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ২৭টি ঠিকানায় একযোগে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

অভিযানে যাদের টার্গেট করা হয়, তারা দায়েশকে আর্থিক সহায়তা প্রদানে অভিযুক্ত এবং ইস্তাম্বুলে গোষ্ঠীটির পক্ষে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত তাদের মধ্যে ১৮ জনকে আটক করা হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

২০১৫ সাল থেকে তুরস্কে মারাত্মক হামলা চালিয়ে আসছে দায়েশ। এর প্রতিক্রিয়ায় দেশটির কাউন্টার টেরোরিজম ইউনিট দায়েশ এর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img