বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় আফগান সরকারের হুঁশিয়ারি

আফগান সরকার জানিয়েছে আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন।

তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে আফগান সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img