বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসরাইল থেকে নতুন ড্রোন কিনছে ভারত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছ থেকে হেরন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থকে জানানো হয়েছে, এরই মধ্যে চারটি “হেরন টিপি” ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইসরাইলের তৈরি হেরন ড্রোন ভারতে নতুন নয়। হেরন-১ ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরাইল। নতুন সংস্করণের নাম “হেরন টিপি” এবং “হেরন টিপি এক্সপি”।

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য কেনা হবে মাঝারি উচ্চতায় ওড়ার উপযোগী “হেরন টিপি”। আধুনিক উপগ্রহ-যোগাযোগ এবং সেন্সর যুক্ত এ চালকবিহীন ড্রোনে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বসানো যাবে লেজার-নিয়ন্ত্রিত সরঞ্জামও।

সূত্র: আনন্দবাজার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img