বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানে ত্রাণ সাহায্য পাঠাতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানাল তুরস্ক

আফগানিস্তানে ত্রাণ সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশুগলো বলেন, তালেবানদের মৌখিক অনুরোধে আফগানিস্তানে উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা করেছে তুরস্ক। আঙ্কারা অনুভব করছে যে, আসন্ন শীতে আফগান নাগরিকদের জন্য সাহায্যের প্রয়োজন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে আফগানিস্তানে সাহায্যের হাত বাড়ানোর পরামর্শ দিচ্ছি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের ভেঙে যাওয়া উচিত হবে না। এর অর্থনীতি বিপর্যস্ত হওয়া উচিত হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানকে সামাজিক বিপর্যয় থেকে বাঁচাতে সাহায্য করা।

আফগানিস্তানে ইতোমধ্যে তুর্কি রেড ক্রিসেন্ট কাজ করছে উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাভুশুগলো বলেন, সুবিধাজনক হওয়ায় অতিরিক্ত সাহায্যগুলো পাকিস্তানের মাধ্যমে পাঠানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img