শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ইসলামপন্থী দলগুলো এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ইসলামপন্থীদেরকে কোন অশুভ শক্তি এক হতে দিচ্ছে না। তা খুঁজে বের করতে হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

চরমোনাই পীর বলেন, তাগুতী শক্তির লেজুড়বৃত্তি না করে কেবলমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এদেশে আরও বহু আগেই ইসলাম প্রতিষ্ঠা হতো।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img