শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেবে না ইতালি

আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে নিজেদের নারাজির কথা সাফ জানিয়ে দিয়েছে ইতালি।

আফগানিস্তানের নতুন সরকারের অধিকাংশ মন্ত্রীকে ‘সন্ত্রাসী’ হিসেবে দাবি করেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও। তার মতে, তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়া অসম্ভব। কেননা তাদের মন্ত্রীদের মধ্যে ১৭ জন ‘সন্ত্রাসী’ রয়েছে এবং নারী ও মেয়েদের মানবাধিকার অব্যাহতভাবে লঙ্ঘন করা হচ্ছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ায় গত ১৫ আগস্ট রক্তপাতহীন কাবুল জয়ের মধ্য দিয়ে গোটা আফগানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ইতিমধ্যে দেশটির নতুন সরকার গঠন করেছে তাঁরা। এরপরই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img