বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ইসরাইলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ করে দিল সুদান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে স্বীকৃতি দেওয়ার ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদী জানিয়েছেন তার দেশে তেলআবিবের দূতাবাস খোলা হবে না।

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্যা ন্যাশনাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল রবিবার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই এবং এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয় নি।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি সুদানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি যে, ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি।

মারিয়াম আস-সাদিক আল-মাহদী হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদীর মেয়ে। যিনি ছিলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img