মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

আফগানিস্তানে তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা

মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে তালেবানের ওপর আবারও মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে রক্ষায় এ হামলা চালানো হয়। এতে পাঁচ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে হামলাটি চালানো হয়েছে বলে রয়টার্স এর খবরে বলা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত সৈন্য প্রত্যাহার চুক্তি মেনেই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লিগেট।

এদিকে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সরকারি বাহিনীর হামলায় তালেবানের ৮৫ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সেদেশের মার্কিন মদদপুষ্ট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img