বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ১০ সেনা নিহত

মিয়ানমারের সামরিক বাহিনীর চরম নৃশংসতা প্রতিবাদে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহী কারেন গোষ্ঠি। এতে ১০ সেনা সদস্যে নিহত হয়। নিহতের ঘটনায় কারেন বিদ্রোহীদের একটি গ্রামে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী।

শনিবার (২৭ মার্চ) মিয়ানমারে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এ জানানো হয়েছে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এই গোষ্ঠীর এক মুখপাত্র জানায়, কারেন বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন পাপুন জেলার ডে পু নো এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে দু’জন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।

এর আগে, মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের সময় থাই সীমান্তে কারেন বিদ্রোহীরা সরকারি সৈন্যদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই হামলায় মিয়ানমারের একজন লেফটেন্যান্ট-কর্নেলসহ ১০ সৈন্য নিহত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img