বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

হেফাজতের সঙ্গে সরকার আলোচনা করতে পারতো: হারুনুর রশিদ

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, হেফাজত যখন কর্মসূচি দিলো তখন তাদের সঙ্গে সরকার আলোচনা করতে পারতো। এখানে কেন বিএনপিকে জড়ানো হচ্ছে। এটা গণতন্ত্রের সংকট, এর জন্য জাতি আজ বিপদে পড়েছে।

শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেন। হেফাজতের আন্দোলনে বিএনপি-জামায়াতে ইসলামী যুক্ত ছিলো বলেও দাবি করেন তিনি।

হারুনুর রশিদ বলেন, সরকার ২৬ মার্চ থেকে ২৭ মার্চ সব কর্মসূচি বন্ধ রাখতে বলেছিলো তাই আমাদের স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়, আমরা কর্মসূচি নিয়েছিলাম। আমরা সীমিত আকারে স্মৃতিসৌধে গিয়েছি।

হেফাজত যখন কর্মসূচি দিলো তখন তাদের সঙ্গে সরকার আলোচনা করতে পারতো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img