বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

পরীক্ষা বিষয়ে হাইয়াতুল উলিয়ার বৈঠক আগামীকাল সকালে

আগামীকাল হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে বৈঠক বসার কথা রয়েছে। বৈঠকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠক অনুষ্ঠিত হবে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে।

আজ সোমবার (২৯ মার্চ) হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানকে হাসপাতালে দেখতে গেলে শীর্ষ আলেমদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অসুস্থ অবস্থাতেও তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়, আগামীকাল সকালে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন মাওলানা মাহমুদুল হাসান।

প্রসঙ্গত, আগামী বুধবার ৩১ মার্চ থেকে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। এদিকে আজ সোমবার করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানায় সংস্থাটি।

অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন, তানযিমুল মাদারিসিল কাওমিয়া এর সভাপতি মুফতি আরশাদ রাহমানী, সংস্থাটির স্থায়ী কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক, বেফাক সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বেফাকুল মাদারিসিদ্দিনিয়ার মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img