শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইউরোপে সত্যিকারের যুদ্ধের ঝুঁকি রয়েছে: ন্যাটো মহাসচিব

ইউরোপে সত্যিকারের একটি যুদ্ধের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি সম্ভাব্য এই যুদ্ধের ঝুঁকি এড়াতে রাশিয়া এবং ন্যাটো জোটের নেতাদের মধ্যে আরও আলোচনা অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১২ জানুয়ারি) রাশিয়ার সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ এ কথা বলেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দু’পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো অগ্রগতি ছাড়াই তা শেষ হয়।

উক্ত বৈঠককে ইউরোপীয় নিরাপত্তার জন্য পরিবর্তনের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন স্টলটেনবার্গ। তবে ইউক্রেন ইস্যুতে দু’পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে বলে জানান তিনি। এই মতপার্থক্য দূর করা খুব সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সমস্ত মিত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠককে ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ করেন স্টলটেনবার্গ। একইসঙ্গে তিনি বলেন, ইউরোপে সশস্ত্র সংঘাতের সত্যিকারের ঝুঁকি রয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img