বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৯৯৯ নম্বরে ফোন: ঢাকা থেকে চুরি হওয়া মিনি ট্রাক চট্টগ্রামে উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির কল পেয়ে এক ঘণ্টার মধ্যে ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া মিনি ট্রাক সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশ।

রবিবার সকাল পৌনে ৯টায় জাকির হোসেন নামে একজন কলার ঢাকার বাড্ডা থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন-২০-৪৭৮১ নম্বরের মিনি ট্রাকটি ভোর রাত ৪টার দিকে চুরি হয়ে গেছে। গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কাছাকাছি আছে এবং চট্টগ্রামের দিকে যাচ্ছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার একটি টহল টিম অবিলম্বে মহাসড়কে যায়।

পরে সকাল পৌনে ১০টায় সীতাকুণ্ড থানার এস আই মামুন আহমেদ ৯৯৯ কে ফোনে জানান, বাড়বকুণ্ডের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের কাছ থেকে চুরিকৃত মিনি ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করা হয়। গাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের তৎপরতা টের পেয়ে চোররা রাস্তার পাশে গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছে।

যথাযথ আইনী প্রক্রিয়ায় মিনি ট্রাকটি তার মালিককে হস্তান্তর করা হবে এবং চোরদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img