বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে কুয়েত জুড়ে ফরাসি পণ্য বর্জনের ডাক

ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্য এবং প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে দেশটির সবধরণে পণ্য বর্জণের
ডাক দিয়েছে কুয়েতের সাধারণ জনগণ।

এর আগে ক্লাসে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশ করার প্রতিবাদ হিসেবে ১৮ বছর বয়সী এক যুবক ইসলাম বিদ্বেষী ওই শিক্ষকের শিরচ্ছেদ করে। ইসলাম বিদ্বেষী শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসলাম নিয়ে অবমাননাকর কার্টুন প্রকাশ বন্ধ করবে না বলে মুসলিমবিরোধী কর্মকাণ্ডকে রাষ্ট্রীয়ভাবে উস্কে দেয়।

ম্যাক্রোঁ ও তার দেশে চলমান ইসলাম বিদ্বেষী হীনকর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে পুরো কুয়েত জুড়ে ফ্রান্সের পণ্য বর্জনের ডাক শুরু হয়। দেশটির সামাজিক মাধ্যমগুলোতে হ্যাশটাগ ফ্রান্সের পণ্য বর্জন করতে সবাইকে আহ্বান জানানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশেও ফ্রান্সের পণ্য বর্জনের দাবি জোরালো হচ্ছে। ‘আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের অবমাননাকারীদের সাথে কোন সম্পর্ক নেই, ফরাসি পন্য বর্জন করুন’ইত্যাদি হ্যাশট্যাগ এখন জোড়ালো হচ্ছে কুয়েতে।

সূত্র: মরক্কোওয়াল্ড নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img