শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাইডেনের বক্তব্য আক্রমণাত্মক বাগাড়ম্বর ও অগঠনমূলক: রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে মস্কো বলেছে, এ ধরনের আল্টিমেটাম রাশিয়ার দৃষ্টিতে অগ্রহণযোগ্য।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মস্কোয় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বক্তব্যে একথা বলেন।

বাইডেনের রুশ বিরোধী বক্তব্যকে তিনি ‘আক্রমণাত্মক বাগাড়ম্বর’ ও ‘অগঠনমূলক’ বলে বর্ণনা করেন। পেসকভ বলেন, ওয়াশিংটন মস্কোকে যে আল্টিমেটাম দিয়েছে তার পুনরাবৃত্তি সহ্য করা হবে না।

জো বাইডেন বুধবার রাতে তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে বলেন, রাশিয়ার আগ্রাসী নীতি বিশেষ করে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা ও নিজ দেশের জনগণকে বিষপ্রয়োগের ব্যাপারে ওয়াশিংটনের নীরবতার দিন শেষ হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা নিজের জাতীয় স্বার্থ রক্ষা ও রাশিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য প্রয়োজনীয় বাজেট বাড়াতে কুণ্ঠাবোধ করবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img