বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

৩ ইউরোপীয় কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে দেশটি থেকে তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ওই তিন দেশ সুইডেন, পোল্যান্ড ও জার্মানির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বহিষ্কারের বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে মস্কোয় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করার অভিযোগে তিন ইউরোপীয় দেশের তিন কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। ওই তিন কূটনীতিককে রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করার পর রাশিয়া এ পদক্ষেপ নিল। জোসেপ বোরেলের এটি প্রথম মস্কো সফর। তিনি শুক্রবার ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অ্যালেক্সি নাভালনিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

ইউরোপীয় কূটনীতিকদের বহিস্কারাদেশের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার এ পদক্ষেপের কোনো ব্যাখ্যা থাকতে পারে না এবং মস্কোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে স্টকহোম।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ওয়ারশ’ থেকে একজন রুশ কূটনীতিককে বহিস্কার করা হবে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার দেশের কূটনীতিক বহিস্কারের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আইনের শাসনের পরিপন্থি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img