মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

‘রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে’

আমেরিকার একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড এক নিবন্ধে এ আশঙ্কা প্রকাশ করেন।

মস্কো ও বেইজিং ‘আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ’ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরো লিখেছেন, উভয় দেশের পক্ষ থেকে সমূহ সামরিক হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়ন করতে হবে।

এই মার্কিন অ্যাডমিরাল আরো বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়বে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img