শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

তিনি রোববার পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘দিদি’ সম্বোধন করে বলেন, আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। কিন্তু এ নিয়ে ‘দিদি’র মুখ থেকে একটি কথাও বেরোয় না। দেশ সব ধরণের ষড়যন্ত্রের কড়া জবাব দেবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাদি। মানুষ ওঁর কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু ১০ বছরে নির্মমতা ছাড়া কিছু পাননি বাংলার মানুষ।’

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়ন দ্রুতগতিতে করার জন্য এখানেও ডবল ইঞ্জিনের সরকার প্রয়োজন। দুর্নীতি ও তোলাবাজি দূর হবে যখন এখানে আসল পরিবর্তন আসবে। যখন এখানে বিজেপি সরকার গঠন হবে।’

রাজ্যে তৃণমূল নেতৃত্বাধীন ক্ষমতাসীন ‘মা-মাটি-মানুষ’ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় দরিদ্র মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যাঁরা মা-মাটি-মানুষের কথা বলেন আজ ‘ভারত মাতা’র জন্য কোনও আবেগ নেই তাদের।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় বিজেপি সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প অতি দ্রুত বাংলায় কার্যকর হবে। দেশের অন্য কৃষকদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবেন বাংলার কৃষকরা। এখানকার সরকার বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছে না। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের কল্যাণ আটকে দিচ্ছে যারা, তাদের উদ্দেশ্য সকলের কাছেই স্পষ্ট।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গড়বে বিজেপি। বিজেপি সরকার ক্ষমতায় এসে যে টাকা কৃষকরা পায়নি সেই টাকা মিলবে।’

আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসায় ৫ লাখ টাকা থেকে বঞ্চিত রাজ্যের মানুষ। রাজ্য সরকারের জন্য আয়ুষ্মান প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img