বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

করোনা টিকা অবশ্যই হালাল হতে হবে: ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, কোভিড-১৯ টিকার সম্ভাব্য হালাল স্ট্যাটাস নিয়ে মানুষজনের মনোভাব আমাদের বিবেচনা করা উচিত। হালাল স্ট্যাটাস, দাম, গুণগত মান এবং বিতরণ সম্পর্কিত জনসংযোগ নিয়ে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এসব ধাপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষজনকে টিকা দেওয়া।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ভ্যাকসিন গ্রহণকারীদের এটি দেওয়ার গুরুত্ব এবং এর কারণ সম্পর্কে বিশদভাবে জানাতে হবে।

এদিকে ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন বলেছেন, কোভিড-১৯ টিকা বিতরণের আগে কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই হালাল সার্টিফিকেট নিতে হবে।

উল্লেখ্য, কোনও একটি টিকা হালাল না হারাম তা নিয়ে ইন্দোনেশিয়ায় এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৮ সালে হামের টিকাকে হারাম বলে ফতোয়া দিয়েছিল ইন্দোনেশিয়ার উলামা পরিষদ। এমন পরিস্থিতিতে করোনার একটি সম্ভাব্য টিকা নিয়ে নতুন করে এই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আর এসময়েই করোনার টিকাটি হালাল হতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img