শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে মাওলানা সুলাইমান নোমানীর শোক প্রকাশ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্মমহাসচিব ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাফরুল্লাহ খান রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাওলানা সুলাইমান নোমানী।

শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে মাওলানা সুলাইমান নোমানী বলেন, মাওলানা জাফরুল্লাহ খান আমার খুব কাছের ও স্নেহের ব্যাক্তি ছিলেন। আমার সাথে তার তাসাউফের লাইনের সমপর্ক ছিল। উনি আমার খলিফাদের মধ্যে শীর্ষ ছিলেন। তিনি চট্টগ্রাম দামপাড়া মাদ্রাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন দলের মহাসচিবের পদ অলংকৃত করেন। উনার মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক এদেশের আপামর জনতা খুব কম সংখ্যক দেখেছে। দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন। তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। যার হাতে অনেক যোগ্য শাগরিদ তৈরি হয়েছে। তিনি ছিলেন বহু গ্রন্থ প্রণেতা, তার লেখা প্রায় ৪০ টির বেশি বই বাজারজাত হয়েছে। এদেশের ইসলাম ও মানুষের জন্য তার কুরবানী ভবিষ্যতে স্বর্নাক্ষরে লেখে রাখা হবে।

তিনি বলেন, আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুক, আমিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img