শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার থেকে পদত্যাগ করে জাতীয় সরকারে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেন, তাঁর (শেখ হসিনার) একটা পরিকল্পনা হলো হেডমাস্টার সাহেবদের ব্যবহার করা, আর ডিসি সাহেবরা তো তাঁর অনুগত আছেনই। এসব ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমি মনে করি না যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে পারবে। অন্তত দুই বছরের জন্য একটা জাতীয় সরকার দরকার।

তিনি বলেন, জাতীয় সরকার হলে একটাই পথ আছে। হাসিনাকে পদত্যাগ করে আসতে হবে, কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিও তো থাকবে জাতীয় সরকারে। সুতরাং উনার ভয়টা একটু কম। তা ছাড়া আমি বিভিন্ন সময় বলেছি, উনি যেভাবে খালেদা জিয়ার প্রতি অন্যায় করেছেন সেরূপ অন্যায় যদি উনার প্রতি করা হয়, তার জন্য যদি রাস্তায় নামতে হয়, আমি কিন্তু রাস্তায় উনার পক্ষেই থাকব।

ডা. জাফরুল্লাহ বলেন, আজকে স্কুল-কলেজ যে বন্ধ হলো, এটাও একটা প্রতারণা। এর মধ্যে দিয়েই সব কিছু চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে! এটা বুদ্ধিমানের কাজ না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img