শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ; চলবে পরীক্ষা

করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। তবে চলমান পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণ করতে হবে। নিয়মিত শাটল ট্রেন চলাচলের পাশাপাশি খোলা থাকবে আবাসিক হলগুলোও।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক এস‌ এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস নেওয়া বন্ধ থাকবে। তবে ক্লাস পূর্বের ন্যায় অনলাইনে অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথানিয়মে অনুষ্ঠিত হবে। তবে যাদের রুটিন হলেও পরীক্ষা এখনও শুরু হয়নি তাদের বিষয়ে ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিজ্ঞপ্তিতে কোনও নির্দেশনা না থাকলেও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন বিশ্বববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলমান থাকায় শাটল ট্রেনও যথারীতি চলবে। তবে অধিক জনসমাগমের ফলে সংক্রমণের আশঙ্কা হলে শাটল ট্রেন বন্ধ করা হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img