বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

নির্বাচনে বাইডেনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে রাশিয়া আর্থিক সহায়তা দিচ্ছে বলে যে অভিযোগ করেছেন সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২৫ অক্টোবর) ‘রাশা-১’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী রাশিয়া আমেরিকার ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে আর্থিক সাহায্য দিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, “এ বিষয়ে মন্তব্য করব না।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন সম্প্রতি তাদের দ্বিতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে পরস্পরের মুখোমুখি হন। বিতর্কে জো বাইডেনকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প বলেন, বাইডেন মস্কোর মেয়রের কাছ থেকে ৩৫ লাখ ডলারের আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।

এ সময় বাইডেন ওই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাশিয়ার নেতারা চান না তিনি এ নির্বাচনে বিজয়ী হন। বাইডেন বলেন, কারণ রাশিয়ার নেতৃবৃন্দ জানেন যে, আমি নির্বাচিত হলে মস্কোর সঙ্গে অনেক বেশি কঠোর আচরণ করব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img