বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

করোনা থেকে বাঁচতে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অমিক্রন নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টে স্ক্রিনিং যেন সঠিকভাবে হয় এবং কোয়ারেন্টাইন যেন পুরোপুরি মানা হয় তা তদারকি করবেন জেলা প্রশাসকরা।

তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণে রাখতে হবে। করোনা চিকিৎসায় সরকার আগের চেয়ে সক্ষম হলেও অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণের বিকল্প নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img