শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রামেকে একদিনে ১৪৯ জনের করোনা শনাক্ত; মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে ১৪৯ জনের শরীরে মহামারি করোনার জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও একই সময়ে চাপাইনবাবগঞ্জের এক বাসিন্দা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। গত দু’পাচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ সংক্রমণ। হঠাৎ করেই এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ২৮১টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। ৯৭ জনই রাজশাহী জেলার বাসিন্দা। রামেকের করোনা পর্যালোচনায় সংক্রমণ হার ৪০ দশমিক ১৬ শতাংশ।

বর্তমানে মোট ৪৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ২৬ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১২ ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন পাঁচজন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img