শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

যা করেছি তার জন্য ক্ষমাপ্রার্থী নই: আফগান থেকে বিদায় প্রসঙ্গে বাইডেন

আফগান প্রদেশ থেকে আমেরিকান সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে ২০ বছর পর সহজে বের হয়ে আসার কোনও উপায় ছিল না। যখনই তা করতে যাওয়া হয়েছে তখনই তা সম্ভব হয়নি এবং আমি যা করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নই।

বুধবার (১৯ জানুয়ারি) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং প্রত্যাহারের পক্ষে যুক্তি দিয়ে তার পূর্ববর্তী প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

বাইডেন বলেন, আফগান নারী ও পুরুষ, যারা বিমানবন্দরে লাইনে বিস্ফোরণের শিকার হয়েছেন তাদের জন্য আমি খুবই উদ্বিগ্ন। আমরা যদি সরে না আসতাম, তাহলে আরও অনেক শক্তি প্রয়োগ করতে হতো, আফগানিস্তানের দিকে অনেক বেশি নজর দেওয়া হতো।

তিনি বলেন, বিশ্বজুড়ে যা ঘটছে আমরা প্রতিটি সমস্যার সমাধান করতে পারি না এবং তাই আমি এটিকে যথাযথ সমস্যা হিসাবে দেখছি না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img