শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ব্রিটেনে অধিকাংশ করোনা বিধিনিষেধ শিথিল হবে আগামী সপ্তাহে: বরিস জনসন

ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটেনেও প্রতিদিন হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু; কিন্তু এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, সামনের সপ্তাহ থেকেই অধিকাংশ করোনা বিধিনিষেধ শিথিল করা হবে ব্রিটেনে।

এসব বিধিনিষেধ শিথিল হলে বদ্ধ জায়গায় লোকজনকে আর মাস্ক পরতে হবে না, বাড়িতে থেকে কাজ করতে হবে না এবং নৈশক্লাব, পার্ক, যাদুঘর, সিনেমাহলের মতো জনসমাগমপূর্ণ জায়গায় টিকা সনদ প্রদর্শনেরও প্রয়োজন পড়বে না।

বুধবার (১৯ জানুয়ারি) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এ সম্পর্কে বলেন, আমরা অভূতপূর্ব সাফল্যের সঙ্গে বুস্টার কর্মসূচি পরিচালনা করছি। আর এ কারণেই এখন আমরা প্ল্যান বি থেকে প্ল্যান এ-তে ফিরে যেতে পারি।

২০২০ সালের শীতে যখন ব্রিটেনের ইংল্যান্ডে করনার দৈনিক সংক্রমণ লাগামীন পর্যায় পৌঁছেছিল, সে সময় কঠোর করোনা বিধিনিষেধ জারি করেছিল দেশটির সরকার। সেই বিশেষ অবস্থাকেই সরকারি ভাবে ঘোষণা করা হয়েছিল ‘প্ল্যান বি’ হিসেবে, আর সাধারণ সতর্কতামূলক করোনা বিধিনিষেধকে অভিহিত করা হয়েছিল ‘প্ল্যান এ’ নামে।

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে ইংল্যান্ডসহ ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় গত মাসে দেশটিতে ‘প্ল্যান বি’ কার্যকর করেছিল সরকার।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img