শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সব সরকারি হাসপাতালে কোভিড-নন কোভিড জরুরি চিকিৎসা

নতুন করে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ৫ সুপারিশ দিয়েছে। এর মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ ও নন-কোভিড সব রােগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মাদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৩তম সভা জুম প্ল্যাটফর্মে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ রােগের সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলােচনা হয়। কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলােচনা শেষে ৫ পরামর্শ দেওয়া হয়।

এরইমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোকে উভয় সেবা দেওয়ার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী রাজধানীর রোগীবহুল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে উভয় সেবা দেওয়া হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img