শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকাই

আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এই বলে হুঁশিয়ার করে দিয়েছিল যে, পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধ্বসে পড়বে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মার্কিন বার্তা সংস্থা এসোশিয়েটেড প্রেস বা এপি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তান বিষয়ক বিশেষ ইনস্পেক্টর জেনারেল জন সুপকো ২০২১ সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না।

এপির খবরে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আফগান বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই বাহিনী শেষ দিন পর্যন্ত তাদের যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মার্কিন ঠিকাদারদের ওপর নির্ভরশীল ছিল।

এপি এমন সময় এ খবর দিল যখন ওয়াশিংটন দাবি করেছে, ২০০১ সালে সহযোগী দেশগুলোকে নিয়ে আফগানিস্তান দখল করার পর থেকে গত ২০ বছরে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর কাজে আমেরিকা প্রায় এক ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img