বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘ওসি প্রদীপের পক্ষ নিয়ে সংবিধান অবমাননা করেছেন রানা দাস গুপ্ত’

টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত সংবিধানের ধর্ম নিরপেক্ষতা অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাজনীন সরওয়ার কাবেরী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর হিসেবে সাংবিধানিক পদে থেকে ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অনার রুলস অনুযায়ী প্রদীপকে তিনি আইনি সহায়তা দিতে পারেন না। তিনি যদি আইনি সহায়তা দিতে চান সেক্ষেত্রে তাকে সাংবিধানিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

প্রদীপের মতো একজন চিহ্নিত অপরাধীর পক্ষে অবস্থান নিয়ে রানা দাশগুপ্ত রাষ্ট্রের আইনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও কলংকিত করেছে। অবিলম্ব তিনি রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img