শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করবে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। প্রায় ৫০০ মিটার অর্থাৎ এক হাজার ৬৪০ ফুট উঁচু ভবন নিওমের পরিকল্পনাটি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের।

বুধবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রে এমন তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, সৌদি আরবের কম বসতিপূর্ণ এলাকায় ভবনটি করা হবে। এর নির্মাণ পরিকল্পনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫০০ বিলিয়ন অর্থাৎ ৫০ হাজার কোটি মার্কিন ডলার।

লোহিত সাগরের উপকূল হয়ে মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই মেগা কমপ্লেক্সটিতে আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের ব্যবস্থা থাকবে। শুধু উঁচুই নয়, স্থলের আয়তনের ব্যপ্তিও কিলোমিটারজুড়ে থাকবে বলেও ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, আধা মাইল জায়গাজুড়ে নকশা করার জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img