বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক মঙ্গলবার

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামি ৩ নভেম্বর ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্য পরিষদ এ বৈঠক করবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমন্বয় করবে ইউজিসি।

জানা যায়, এই বৈঠকের মধ্য দিয়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিভাবে হবে এ সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান বলেন, ‘আগামী মঙ্গলবার অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে অধ্যাপক মুনাজ আহমেদ নূরের সফটওয়্যারের ওপর একটি প্রেজেন্টেশন হবে। সফটওয়্যারে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে সে বিষয়টি নিরীক্ষার জন্য কয়েকজন বিশেষজ্ঞ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারও যুক্ত হবেন।

এর আগে গত ২৭ অক্টোবর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অনলাইন ভর্তি পরীক্ষার সক্ষমতা যাচাই করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img