শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চীনের দখল নিয়ে ভারতীয় মিডিয়ার ভুয়া দাবি অস্বীকার করল ভুটান

ভুটানের ভেতরে চীন আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতের কয়েকটি পত্রিকা ও সামাজিক মাধ্যমে যে খবর চাউর হয়েছে তা বাতিল করে দিয়েছে থিম্ফু। ভুটান সরকার জানিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী এমন কোনও ঘটনা ঘটেনি।

ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুইট থেকে এই খবর ছড়িয়ে পড়েছে। সেই টুইটের তথ্যকে আমল দিতে চাইছে না থিম্পু। ভুটানের মধ্যে ২ কিলোমিটার জুড়ে গ্রামের গোটা তথ্যই ভুয়া।

কথিত চীনা সাংবাদিক শেন শিউইর টুইটে ইয়াডোংয়ের ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত পাংড়া গ্রাম চীন দখল করেছে বলে দাবি করা হয়। ওপেন সোর্স ইন্টালিজেন্স অ্যানালিস্ট ন্যাথান রুসার জানিয়েছেন, ভুটানের পাংড়া গ্রামের ২ কিলোমিটার এলাকা চীন জবর দখল করে রেখেছে। ভুটানের সীমানার মধ্যে এই গ্রামের ১২ শতাংশ চীন দখলে রেখেছে। কিন্তু ভুটান জোর দিয়ে এই দাবি অস্বীকার করেছে।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img