শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশ এখন পরিচিতি পাচ্ছে। বাংলাদেশে দারিদ্র্য কমছে, কিন্তু দারিদ্র্য এখনো আছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, কৃষি প্রতিটি ক্ষেত্রে আমরা যথেষ্ট অর্জন করেছি। আরও অনেক দূর যেতে হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ফ্লিম আর্কাইভ অডিটরিয়ামে এপেক্স বাংলাদেশের ‘সেবা মাস উদ্বোধন ও ক্লাবের সেবা পরিচালক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের কোনো দোষ নেই, নানা কারণে মানুষ প্রতিবন্ধী হতে পারে। তবে সমাজে প্রতিষ্ঠিত অবিচারের কারণে তারা আমাদের থেকে একটু পিছিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো, স্নেহের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, লাল সবুজকে অর্জন করতে গিয়ে লাখ লাখ মানুষের রক্ত-প্রাণ গিয়েছে। এটা আমরা সবসময় স্মরণ করি। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশে যে ঐক্য প্রতিষ্ঠিত করেছি, সেই ঐক্য যেন সবসময় বজায় থাকে, সে জন্য কাজ করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img