শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলরবের পরিচালক সাঈদ আহমাদ, নির্বাহী পরিচালক বদরুজ্জামান

ইসলামী ধারার শিল্পী গোষ্ঠী কলরব-এর ২৩-২৪ সেশনের নির্বাহী পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা সাঈদ আহমাদ এবং নির্বাহী পরিচালক সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলরবের তালিকাভূক্ত সদস্যগণ ভোট প্রদান করেন। নির্বাহী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল ও সঙ্গীত শিল্পী আবু রায়হান।

কলরবের তালিকাভূক্ত সদস্যগণ নির্বাহী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন প্রার্থীর মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। পরবর্তীতে স্থায়ী কমিটির মতামত গ্রহণ করার পর ভোট গণনা করা হয় এবং মুহাম্মাদ বদরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন পরিচালক মাওলানা গাজী আতাউর রহমান এবং রশিদ আহমদ ফেরদৌস। এর আগে সাঈদ আহমাদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক মনোনিত করা হয়।

জানা গেছে, পরিচালক ও নির্বাহী পরিচালক দু’জনের সমন্বয়ে কলরবের স্থায়ী পরিষদের অনুমোদনসাপেক্ষে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

কলরবের স্থায়ী কমিটির প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস বলেন, আশা করি কলরবের ধারাবাহিক নেতৃত্ব তৈরি এবং কার্যক্রম বেগবান করার ক্ষেত্রে এ বিষয়টি ভূমিকা রাখবে।

নির্বাহী পরিষদের পরিচালক সাঈদ আহমাদ বলেন, কলরবকে এগিয়ে নিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এই সেশনে আমরা চেষ্টা করবো বিগত যে কোন সময়ের চেয়ে কলরবের উন্নয়নে কাজ করতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img