শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আলেমদের সংসদ থেকে মসজিদের মিম্বার, সব জায়গায় ভূমিকা রাখতে হবে : ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ও ভয়াবহ মাত্রার লোডশেডিংয়ে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে ডলারের রিজার্ভ আশংকাজনকভাবে কমছে অন্যদিকে ইভিএম ক্রয়ের জন্য পাঁয়তারা করা হচ্ছে। এভাবে ট্যাক্সের টাকার অপচয় জনগণ ক্ষমা করবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে। আলেমদেরকে সংসদ ও দারসে, মসজিদের মিম্বার ও সমাজ বিনির্মাণে একসঙ্গে ভূমিকা পালন করতে হবে। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্গত রমনা ও মতিঝিল জোনের উদ্যোগে আজ (৭ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ও রমনা জোন পরিচালক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল ও জামিয়া শারইয়াহ মালিবাগের মুহাদ্দিস মুফতি আবদুস সালাম।

ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক ও মতিঝিল জোন পরিচালক মো: সেলিম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সেগুনবাগিচা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত, মুফতি আবদুল হাফিজ আমিনী, মুফতি নুরুজ্জামান, মাওলানা ইমরানুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, শাহবাগ থানা সভাপতি মাওলানা সালমান হোসেন, রামপুরা থানা সাধারণ সম্পাদক মাওলানা শওকত জামিল, রমনা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন।
উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসাইন, হুমায়ুন কবির আজাদ, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, হাতিরঝিল থানা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img