মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিলেন কামরুল

অহেতুক আন্দোলনের হুংকার না দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার হত্যার ১৮তম বার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। আলোচনা সভার আয়োজন করে ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ’। ওই সময় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

আলোচনায় বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, গণআন্দোলনের কথা না বলে নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করুন। আমরা একটি বিরোধী দল চাই।

নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, বিএনপি অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপির কর্মকাণ্ড মানুষ ভুলে নাই। তাদের নেতা নাই। নেতৃত্বশূন্য দল বিএনপি। বিদেশে একজন পলাতক খুনের আসামি যাদের নেতা, সেই দলকে মানুষ গ্রহণ করবেন না। নির্বাচন নিয়ে কথা বলে দলটি ধূম্রজাল সৃষ্টি করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img