শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৫ মে’র বিচারের দাবি বহাল আছে ও থাকবে : হেফাজত আমীর

ইমান আকিদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আজ (৫ মে) শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, আজ ঐতিহাসিক ৫ই মে। আমরা কখনোই আমাদের শহীদদের ভুলে যাব না; আমরা ভুলে যাব না নির্যাতিতদের কথা, গ্রেফতারকৃতদের কষ্টের কথা এবং দশ বছর ধরে মিথ্যা মামলার হয়রানিতে ভোগা মজলুমদের কথা।

তিনি বলেন, ৫ মে সংগঠিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছেও থাকবে।

হেফাজত আমির আরো বলেন, আমরা সবসময় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করব। মহান আল্লাহ পাকের কাছে বিচার চাইবো এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের উপর যে অপরাধ সংগঠিত হয়েছে তার ইহলৌকিক ফায়সালার দাবি করবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img