বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ইউক্রেনের বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী বেলারুশের ভূখণ্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে রাশিয়া। রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) এ তথ্য জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়ার।

কূটনৈতিক ফ্রন্টে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীনের বিশেষ দূত লি হুই’র মস্কো সফরের কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ যুদ্ধের অবসান ঘটাতে এটি বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর মস্কো সফরে আসেন চীনের বিশেষ দূত। সেখানে আজ শুক্রবার তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরকালে বেলারুশের নেতা লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, পরমাণু অস্ত্র হস্তান্তর করা শুরু হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে রাশিয়ার এমন পদক্ষেপকে ‘দায়িত্বহীন ও উসকানিমূলক কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ’ বলে অভিহিত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img