মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

মিডিয়ার অপতৎপরতা রোধে কাজ শুরু করতে যাচ্ছে আফগান সরকার

আফগানিস্তানে মিডিয়ার অপতৎপরতা রোধে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে যাচ্ছে তালেবানের নেতৃত্বাধীন সরকার কর্তৃক গঠিত তথ্যাধিকার সংরক্ষণ ও মিডিয়া সহিংসতা নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন এআইসি এবং সিএমভি।

বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ একথা জানান।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার মিডিয়া ও তদসংশ্লিষ্ট কর্মকাণ্ড সমর্থন করে। ইতিমধ্যে নতুন ১০টি মিডিয়াকে তাদের কার্যক্রম শুরু করার জন্য লাইসেন্সও প্রদান করা হয়েছে।

মিডিয়া ও মিডিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যদি কোনো ধরণের অপতৎপরতা বা সহিংসতা প্রকাশ পায় তাহলে এখন থেকে গোয়েন্দা, অনৈতিক হস্তক্ষেপ ও হেনস্তা প্রতিরোধ সহায়তা বিভাগগুলোর পরিবর্তে মিডিয়া ভায়োলেশন কমিশনই যথাযথ ব্যবস্থা নিবে।

আফগান তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সম্প্রতি ১৭০টি মিডিয়া আউটলেট তাদের কার্যক্রম বন্ধ করে দিলেও ১৯৮টি অডিও ভিজুয়াল মিডিয়া দেশজুড়ে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এছাড়াও আরো ১০টি মিডিয়া আউটলেটকে লাইসেন্স প্রদান করেছে ইমারাতের সরকার।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের পরিচালক আব্দুল হামিদ জানান, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ৪০৩টি মিডিয়া আউটলেট লাইসেন্স প্রাপ্ত হয়ে দেশজুড়ে তাদের কার্যক্রম শুরু করলেও বর্তমানে সেগুলোর মধ্যে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখা মিডিয়ার সংখ্যা ১৯৮ এ নেমে এসেছে।

অপরদিকে সংবাদ সম্মেলনে জার্নালিস্ট ফেডারেশনের পক্ষ হয়ে অংশগ্রহণ করা মুহাম্মদ বশির আ’তিফ সরকারের প্রতি সাংবাদিকদের অধিকার সংরক্ষণের বিষয়টি যেনো গুরুত্ব দেওয়া হয় সেই আহবান জানান এবং তাদের সন্দেহের চোখে না দেখার বিনীত অনুরোধ করেন।

এসময় জবিহুল্লাহ মুজাহিদ মিডিয়ার কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রতি লক্ষ্য করে বলেন, যে কোনো কন্টেন্ট প্রকাশে মিডিয়ার কর্মকর্তা ও দায়িত্বশীলরা যেনো দেশের স্বার্থ ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন সবাইকে আমি সেই অনুরোধই করবো।

সূত্র: টলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img