শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরেক জন আহত হয়েছে।

জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের হামলা এবং স্বেচ্ছাচারী হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন পুরো পশ্চিম তীরে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন জেনিন শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালালো ইহুদিবাদী বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ (শনিবার) সকালে ইসরাইলি বাহিনী হাইফা সড়কে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত এবং ১৮ বছর বয়সী এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় নিহত কিশোরের নাম আমজাদ আল-ফায়েদ বলে জানিয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পশ্চিম তীরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে জেনিন শরণার্থী শিবির তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানেই সম্প্রতি ইসরাইলি বাহিনীর কমান্ডো সার্জেন্ট মেজর নোয়াম রাজ নিহত হন।

ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের যে উত্তেজনা সংঘর্ষ চলছে তারই মাঝে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করে। এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img