বুধবার, মে ৩১, ২০২৩

আল-আকসায় পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইসরাইল

পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ উপলক্ষে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (২৪ মার্চ) উগ্র ইহুদিবাদী ইসরাইলী এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব জেরুসালেমের দিকে যাওয়ার চেকপয়েন্টগুলোতে ইসরাইলী বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে আল-আকসা মসজিদ অবস্থিত। সৈন্যরা তাদের পরিচয় যাচাই করেছে এবং তাদের অনেকের প্রবেশ নিষিদ্ধ করেছে।

৬০ বছর বয়সী ফিলিস্তিনি আব্দুল আজিজ আল-আসাদ জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার উত্তর জেরুসালেমের কালান্দিয়ায় ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করেছেন। কিন্তু ইসরায়েলি বাহিনী তার পরিচয় যাচাই করে তাকে প্রবেশে বাধা দেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img