শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সুপ্রিম কোর্টে সাংবাদিকসহ আইনজীবীদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র এখন বিপন্ন হয়ে গেছে৷ পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সুপ্রিম কোর্টে সাংবাদিকসহ আইনজীবীদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে হামলার ঘটনায় আবারো প্রমাণ হয়ে গেল এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না৷ এই সরকারের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে।

তিনি আরও বলেন, দেশে যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে তা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বর্তমান সরকার। দল হিসাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও নগ্ন হস্তক্ষেপ করতে হচ্ছে, যা লজ্জার বিষয়৷ বাংলাদেশ যে ব্যার্থ রাষ্ট্রে পরিনত হয়েছে তা আবারও প্রমাণিত হয়েছে এ ঘটনায়৷

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img