শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যারা ইউক্রেনকে অবজ্ঞা করছে, তাদের মূল্য দিতে হবে: দিমিত্রো কুলেবা

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, যারা ইউক্রেনকে অবজ্ঞা বা অবহেলা করছে, তাদের মূল্য দিতে হবে।

দেশটির রাজধানী কিয়েভে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনও ইউক্রেনকে সমর্থন দেননি তারা ইউক্রেনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তারা ইউক্রেনকে অবজ্ঞা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে সিদ্ধান্ত নিচ্ছে, ভবিষ্যতে সম্পর্ক গড়ার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ এমন একটি সময়, যখন কোনও একটি পক্ষ বেছে নিতে হয়, আর এক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তেরই হিসেব রাখা হচ্ছে।

এ সময় মিত্র দেশগুলোকে সময় নষ্ট না করে দ্রুত ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্ত্রের একটি চালান আসতে যদি মাত্র একদিন দেরি হয়, এর মানে কেউ একজন সম্মুখযুদ্ধে মারা যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img